যেভাবে মানুষ ভোট দিতে আসছে তাতে নিঃসন্দেহে একটা ভোট বিপ্লব ঘটবে এবং এক্ষেত্রে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩০ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, ভোটাররা যেভাবে আসছেন, তাতে মনে হচ্ছে নিঃসন্দেহে একটা ভোট বিপ্লব ঘটবে। এক্ষেত্রে ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য। ঠাকুরগাঁওয়ের কেন্দ্রের পরিস্থিতি ভালো আছে। আমরা অবশ্যই আশা করি মানুষের ভোটের মাধ্যমে আমাদেরই বিজয় ঘটবে। এদিকে পূর্ব নির্ধারিত সময়ে রোববার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ভোট হচ্ছে ২৯৯টিতে। গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হচ্ছে না আজ। নির্বাচনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সারা দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
Development by: visionbd24.com