ঐক্যফ্রন্টের মানববন্ধনে যাননি ড. কামাল

বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:৪০ অপরাহ্ণ | 518 বার

ঐক্যফ্রন্টের মানববন্ধনে যাননি ড. কামাল

নিরপেক্ষ সরকারের অধীনে শিগগিরই জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ-নেতারা বলেছেন, ভোটাধিকার ছিনিয়ে নিয়ে মানুষকে ধোঁকা দেয়া যাবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এর প্রতিবাদে বুধবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ পরে মানববন্ধন করেন তারা।

কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে কর্মসূচিতে দেখা যায়নি। কর্মসূচি চলাকালে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যসহ অন্য দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, নির্বাচনের নামে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। এর প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ঐক্যফ্রন্টের নেতারা।

Development by: visionbd24.com