আন্তর্জাতিক ইসলামিক সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ মে) সকালে তিনি বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। সেখান থেকে তিনি উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে গিয়ে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।
ক্যাম্পে ব্র্যাকের ইয়ুথ সেন্টার, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামসহ বিভিন্ন সংস্থার কার্যক্রমগুলো পরিদর্শন করেন হিসেইন ব্রাহিম তাহা। এ সময় শরণার্থীবিষয়ক কমিশন, রোহিঙ্গা প্রতিনিধি, এনজিও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিকালে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।কড়া নিরাপত্তা ব্যবস্থা।
Development by: visionbd24.com