আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপি বিরোধী বক্তব্যের সমালোচনা করে দলের সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খামাখা আওয়ামী লীগে থেকে তার লাভ কী? বরং ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি, বিএনপির দরজা খোলা আছে।
বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ওবায়দুল কাদের শালীনতা, ভব্যতার গুণমান বিবেচনা না করে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙা টেপ রেকর্ড বাজিয়েই চলেছেন।
রাজনৈতিক প্রতিহিংসা এবং দেশি-বিদেশি চক্রান্তের শিকার হিসেবেই এক বছর ধরে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে আটকে রাখা হয়েছে— এ মন্তব্য করে রিজভী বলেন, মিথ্যা মামলার সাজায় তিনবারের প্রধানমন্ত্রীকে এক বছর কারাগারে রাখার কোন নজির পৃথিবীর ইতিহাসে নেই।
Development by: visionbd24.com