ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার, ০৪ মার্চ ২০১৯ | ১০:২৭ পূর্বাহ্ণ | 522 বার

ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তার সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া হাসপাতালে রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে দলীয় নেতা-কর্মীদের ভীড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন। রবিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে রবিবার দুপুরে হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালে এসে নাম ধরে ডাকার পর সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের চোখ মেলার চেষ্টা করেন।

এতে চিকিৎসকদের মধ্যে আশার সঞ্চার হয়। পরিবারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

Development by: visionbd24.com