কক্সবাজারে রিসোর্ট থেকে মরিয়ম আকতার (২৫) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের ক্লাসিক সি রিসোর্ট’র ৬০৪ নং কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মরিয়ম খাতুন চট্টগ্রাম সিডিএ মার্কেট নয়াপাড়ার ফিরোজশাহ পাহাড়তলী এলাকার বদিউল আলমের মেয়ে। ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফরিদ উদ্দীন খন্দকার জানান, ওই রিসোর্টে ঝুলন্ত একটি তরুনীর লাশের খবরে পুলিশ ঘটস্থলে পৌঁছেন। পরে ওই তরুনীর মৃতদেহটি উদ্ধার করেন।
ওসি জানান, উদ্ধার হওয়া তরুনীর হোটেল রেজিস্ট্রার্টে মালা (২৫) নামে তার ব্যাগে পাওয়া বায়োডাটায় মাধ্যমে মৃতদেহটি শনাক্ত করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Development by: visionbd24.com