কমিশন দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নয় : মাহবুব তালুকদার

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ | ৫:৩১ অপরাহ্ণ | 247 বার

কমিশন দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নয় : মাহবুব তালুকদার

নানা প্রতিকূলতা ও সমালোচনার মধ্যেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আবারও দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে ঢাকার দুই সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তবে, এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘কমিশন দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন নয়, জনগণ কি ভাবছে সেটাই মূল বিষয়।’ তিনি আরো বলেন, ‘কমিশন দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে এমন কোনো কথা নেই। জনগণের চোখ বলে একটা কথা আছে। সুতরাং যথার্থ একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য আমাদের অঙ্গীকারাবদ্ধ হতে হবে।’

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘প্রতিকূলতার মধ্যে, সমালোচনার মধ্যে এবং প্রতিবন্ধকতার মধ্যে আপনারা নির্বাচনের উত্তরণ ঘটিয়েছেন। এর জন্য দেশ পরিচালনায় একটি স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে।’

Development by: visionbd24.com