কর্মকর্তারা বললেও সবক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হয়নি: সিইসি

সোমবার, ০৪ মার্চ ২০১৯ | ৪:৪৬ অপরাহ্ণ | 392 বার

কর্মকর্তারা বললেও সবক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হয়নি: সিইসি

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনের কথা বললেও কোনো কোনো ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।

সোমবার (০৪ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় কে এম নুরুল হুদা বলেন, ‘দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সব নির্বাচনী কর্মকর্তা প্রস্তুত হতে পারেননি। সবাই বলেন, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করবো। ভালো নির্বাচন করবো। দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছেন, সেরকম নির্বাচন হয়নি।’

Development by: visionbd24.com