কাজে না ফিরলে শ্রমিকদের বেতন বন্ধের হুঁশিয়ারি

রবিবার, ১৩ জানুয়ারি ২০১৯ | ৩:০৪ অপরাহ্ণ | 628 বার

কাজে না ফিরলে শ্রমিকদের বেতন বন্ধের হুঁশিয়ারি

আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আগামীকাল সোমবারের মধ্যে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এসময় কর্মস্থলে ফিরে না গেলে শ্রমিকদের বেতন দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারস্থ বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুরর রহমান এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী প্রতিশ্রুত মজুরি এবং মজুরি কাঠামোর পরিবর্তনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশ্রমিকরা।garments

Development by: visionbd24.com