আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, দ্রুতই উনি সুস্থ হয়ে উঠছেন। গতকাল উনি কথাও বলেছেন। ডাক্তাররা আশা করছেন আগামী এক সপ্তাহের মধ্যেই তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। তারপর উনার হার্টে যে ব্লক আছে, তা প্রয়োজন মনে করলে বাইপাস করা হতে পারে। সেক্ষেত্রে আরো এক-দুই সপ্তাহ তাকে থাকতে হতে পারে।
Development by: visionbd24.com