আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না এলেও প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ আনে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি টানাপোড়েনে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রদল ডাকসু নির্বাচনে যাবে কি না, তা নির্ভর করছে পলাতক আসামী তারেক রহমানের ওপর। ডাকসু নির্বাচনে কারচুপির সুযোগ নেই।
বিএনপি জামাতের সঙ্গ ছাড়বে না— এ মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি ও জামাত কেউ কারো সঙ্গ ছাড়বে না- কারণ দুই দলই সাম্প্রদায়িক। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহাসড়কে ছোট ছোট যানবাহন চলার কারণে দুর্ঘটনা বাড়ছে। এবার সড়ক নিয়ন্ত্রণ কাউন্সিল এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে।
Development by: visionbd24.com