কাশ্মিরে ভারতীয় মিগ-২১ বিধ্বস্ত, ২ পাইলট নিহত

বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১:০৮ অপরাহ্ণ | 514 বার

ভারত অধিকৃত কাশ্মীরের বুদগামে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনলি মিগ জঙ্গিবিমান, এই দুই পাইলটের প্রাণহানি হয়েছে। পাকিস্তান দাবি করছে, তাদের
আকাশ সীমার মধ্যে ঢুকে পড়া ভারতের দুটি যুদ্ধ বিমান গুলিবর্ষণে বিধ্বস্ত হয়েছে। তারা এক ভারতীয় পাইলটকে আটক করেছে বলেও জানায় দেশটির বিমান বাহিনী সূত্র। খবর ডনের। পাকিস্তান-ভারত তুমুল উত্তেজনার মধ্যে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটল৷

ঘটনাস্থলে হাজির হয়েছে ভারতীয় পুলিশ বাহিনী৷ সূত্রের খবর, শ্রীনগরের এয়ারবেস থেকে মিগ-২১ কিছুটা উড়ে যাওয়ার পরে, কয়েক কিলোমিটারের মধ্য়েই এই দুর্ঘটনা ঘটে৷ ফাঁকা জায়গায় ভেঙে পড়ে এটি৷ এলাকায় বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভেঙে পড়ে এই যুদ্ধবিমান৷ তবে কী কারণে এই বিস্ফোরণ, কেন এটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়৷

এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি৷ এয়ারপোর্ট অথরিটি বিমান উড়ান সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে জানা যাচ্ছে৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের বিমান চলাচল স্বাভাবিক করা হবে৷ গতকালই পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকে অত্যাধুনিক মিরেজ ২০০০ বিমান ব্যবহার করার দাবি করেছিল ভারতীয় বিমানবাহিনী৷ এই অপারেশনে ১২টি মিরেজ ২০০০ বিমান ব্যবহার করা হয় বলে দাবি করা হয়৷

ভারতীয় বিমান হামলার প্রতিশোধ গ্রহণ শুরু করে দিয়েছে পাকিস্তান! ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় এলাকায় হামলা চালিয়েছে। এতে ভারতের অন্তত ৫ সৈন্য আহত হয়েছে। ভারতও পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার বিকেলে জম্মু, রাজৌরি ও পুঞ্চ সেক্টর দিয়ে পাকিস্তান হামলা হয়েছে। এই নিয়ে পরপর তিন দিন ভারতীয় সেনাবাহিনীর শিবিরকে টার্গেট করেছে পাকিস্তান।

খবরে বলা হয়, স্থানীয় বিকেল সাড়ে পাঁচটার পর থেকে গোলাগুলি শুরু হয়। কৃষ্ণঘাঁটি, নওশেরা, পুঞ্চ থেকে আখনুর, কোনো সেক্টরই বাদ যায়নি।
ভারতও জবাব দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ভারতের বিমানবাহিনী গতকাল মঙ্গলবার ভোররাতে লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের বালাকোটসহ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করেছে।

এদিকে, পাকিস্তানি রেঞ্জার্স গতকাল ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে, তাদের হামলায় উগ্রপন্থীদের কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং অন্তত ৩০০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান ভারতের দাবি নাকচ করে দিয়ে বলেছে, হামলায় কেউ হতাহত হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভারতের বিমান হামলা প্রতিহত করা হয়েছে। তাদের বিমানবাহিনীর ত্বরিত পদক্ষেপে ভারতীয় বিমানগুলো পালিয়ে যায়। এ সময় ভারতের একটি বিমান ভূপাতিত করা হয়েছে। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি বৈঠক করে সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী ভারতের হামলাকে আগ্রাসন হিসেবে অভিহিত করে বলেন, এ হামলার জবাব দেয়ার অধিকার রাখে পাকিস্তান। খবর ডন নিউজ, বিবিসি, এনডিটিভি ও এএনআই।

Development by: visionbd24.com