কিশোরকে নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে মডেল শিক্ষক!

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ১:৪০ অপরাহ্ণ | 617 বার

কিশোরকে নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে মডেল শিক্ষক!

নিজের চেয়ে বয়সে কম এক কিশোরকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে পড়েছেন ২০১৪ সালে মিস কেন্টাকি নির্বাচিত মডেল তারকা রামসে বিয়ার্স। জানা যায়, বিয়ার্স পশ্চিম ভার্জিনিয়ার একটি বিদ্যালয়ের অস্টম গ্রেডের শিক্ষিকা হিসেবে কাজ করতেন।

সেই বিদ্যালয়ের এক ছাত্রের মোবাইল ফোনে এই শিক্ষিকার নগ্ন ছবি দেখতে পান ছাত্রের বাবা মা। আর তাতেই পুলিশের কাছে অভিযোগ করে বসেন তারা। তাদের অভিযোগ, বিয়ার্স নিজেই এইসব ছবি স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে তার ছেলেকে পাঠিয়েছেন।

অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করেছেন সাবেক এই সুন্দরীকে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে পেতে পারেন ২০ বছরের কারাদন্ড। এদিকে বিয়ার্সকে গ্রেফতারের কারণে তার জন্মস্থান ওহিয়োর বাসিন্দারা বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বিয়ার্সকে।

Development by: visionbd24.com