কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৫৬ অপরাহ্ণ | 357 বার

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বুধবার হাইকোর্টে এ আবেদন করা হয় বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে একই মামলায় গত ৪ ফেব্রুয়ারি তার জামিন নামঞ্জুর করেছিলেন কুমিল্লার আদালত।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই আগুনে পুড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। ঘটনার দিন রাতেই এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। এই মামলায় খালেদা জিয়াকেও আসামি করা হয়।

Development by: visionbd24.com