কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে এ মামলার চার্জ গঠনের তারিখ আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন। এর আগে এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি চারবার পিছিয়ে গেলে তা ৪ ফেব্রুয়ারির মধ্যে নিস্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডকোকেট কাইমুল হক রিংকু।
Development by: visionbd24.com