কেনিয়ায় সন্ত্রাসী হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ | ১২:০৩ অপরাহ্ণ | 472 বার

কেনিয়ায় সন্ত্রাসী হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেলে সন্ত্রাসী হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার( ১৫ জানুয়ারি) বিকেলে হঠাৎ করেই হোটেলটির সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পরে হোটেলে অবস্থানরতদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হোটেলটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে হোটেলে অবস্থানরতদের উদ্ধারে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক থাকলেও বাকিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

Development by: visionbd24.com