কেনের মতো স্ট্রাইকার আর পাওয়া যাবে না

শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯ | ৫:০৫ অপরাহ্ণ | 615 বার

কেনের মতো স্ট্রাইকার আর পাওয়া যাবে না

তারকা স্ট্রাইকার হ্যারি কেনের সমমানের আরেকজন স্ট্রাইকার খুঁজে পাওয়া ‘অসম্ভব’ বলেই মন্তব্য করেছেন টটেনহ্যামেন কোচ মরিসিও পোচেত্তিনো।

একাডেমির মাধ্যমে আরেকজন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিয়ে পোচেত্তিনো এখন চাপে আছেন।

দলের তরুণদের নিয়ে পোচেত্তিনো খুব একটা স্বস্তিতে নেই। ২০ বছর বয়সী মার্কোস এডওয়ার্ডসকে লিওনেল মেসির সাথে তুলনা করা হলেও পরবর্তীতে সেটা আর ধরে রাখা যায়নি।

ইতোমধ্যেই ইংলিশ ফুটবলার এডওয়ার্ডস ধারে ডাচ ক্লাব এক্সেলসিয়রে চলে গেছেন।

ইনজুরির কারণে কেন মাঠের বাইরে ছিটকে পড়েছেন। এশিয়ান কাপের জন্য দক্ষিণ কোরিয়ার সং হেয়াং-মিন রয়েছেন দলের বাইরে।

লুকাস মৌরা হাঁটুর ইনজুরির কারণে শতভাগ খেলতে না পারায় ২০ বছর বয়সী স্ট্রাইকার কাজায়িহা স্টার্লিংয়ের উপরই পোচেত্তিনোকে ভরসা করতে হচ্ছে।

Development by: visionbd24.com