কেরানীগঞ্জে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মঙ্গলবার, ০৫ মার্চ ২০১৯ | ২:২৮ অপরাহ্ণ | 256 বার

কেরানীগঞ্জে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ মডেল থানার উত্তর ধর্মশুর এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাটি কাটার কাজ করার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম জানান, সকালে তারা মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ উপরে স্তূপ করে রাখা মাটি ধসে পড়লে তারা চাপা পড়েন। পরে মাটি সরানোর হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Development by: visionbd24.com