কারো প্রতি পক্ষপাতিত্ব নয় সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে উপজেলা নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।
প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সাংবিধানিকভাবে দায়িত্ব পালনের কথাও বলেন নুরুল হুদা। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কাছে দায়বদ্ধ না থেকে কাজ করতে হবে। নিয়ন্ত্রণ বহির্ভূত যে কোনো ভোট কেন্দ্র স্থগিতের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানান সিইসি।
Development by: visionbd24.com