কোচিং বাণিজ্য অবৈধ ঘোষণা : হাইকোর্ট

সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৪০ অপরাহ্ণ | 223 বার

কোচিং বাণিজ্য অবৈধ ঘোষণা : হাইকোর্ট

শুধুমাত্র নীতিমালায় উল্লিখিত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং বাণিজ্য অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সোমবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে। সরকারি নীতিমালায় উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না।

তবে ফ্রিল্যান্সারদের কোচিং চালাতে কোনো বাধা নেই বলেও জানায় আদালত। গত বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ কে বৈধ ঘোষণা করে আদালত। এর ফলে সরকারি স্কুল কলেজের শিক্ষকরা কোনো ধরনের কোচিং বাণিজ্য করতে পারবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।

Development by: visionbd24.com