উপজেলা নির্বাচনে অনিয়মের সঙ্গে কোনো আপোষ করা চলবে না বলে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার –সিইসি কেএম নুরুল হুদা। ভোট কেন্দ্রে অনিয়ম ও নির্বাচনী আচরণ বর্হিভূত কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে ভোট বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে ভোটার ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা রোধে নির্বাচনী কর্মকর্তাদের সর্তক থাকার নির্দেশ দেন সিইসি। আগামী ১০ মার্চ ৫ম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে—এই নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট: ইটিআই ভবনে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করতে গিয়ে সিইসি বলেন, কোনো অবস্থাতেই অনিয়মের সঙ্গে আপোস করা চলবে না। নির্বাচনে যাতে সকল ভোটার ঠিক ভাবে ভোট দিতে পারেন, পোলিং এজেন্টরা তাদের দায়িত্ব পালন করতে পারেন এজন্য নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।
Development by: visionbd24.com