কোনো বাধায় কেমিক্যাল গুদাম সরানো থামবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার, ০৩ মার্চ ২০১৯ | ৬:১০ অপরাহ্ণ | 357 বার

কোনো বাধায় কেমিক্যাল গুদাম সরানো থামবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চকবাজারের কেমিক্যাল গুদাম সরানোর কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো বলেন, কোনো প্রকার বাধা দিয়ে কাজ হবে না।

রোববার (০৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিরিয়াস। এরইমধ্যে তিনি একটি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ চলছে। ’

তিনি আরো বলেন, ‘আমরা একটি নীতিমালা তৈরির কাজ করছি। সরকারের এই কার্যক্রমে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তাদের একদিন ভুল ভাঙবে এবং তারাই এই কাজে সরকারকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।’

Development by: visionbd24.com