কোম্পানীগঞ্জে গোলাগুলিতে ডাকাত নিহত

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | ৮:০৬ পূর্বাহ্ণ | 532 বার

কোম্পানীগঞ্জে গোলাগুলিতে ডাকাত নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গোলাগুলিতে সাহাব উদ্দিন প্রকাশ হক সাব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে, ডাকাতদের দুইপক্ষের গোলাগুলিতে হক সাব নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাহাব উদ্দিন হক সাব জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের এছাক সারেং বাড়ীর সামছুল হকের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, তাজুল ইসলাম, হাসান, নয়ন বড়ুয়া ও খুরশিদ আলম। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে রামপুর ইউনিয়নের বাঞ্চারাম এলাকায় পূর্ব কোন্দলের জের ধরে ডাকাতদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাত সদস্য সাহাব উদ্দিন হক সাবকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Development by: visionbd24.com