ক্ষমতাসীন দল নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে

বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ | ৮:১৭ অপরাহ্ণ | 470 বার

ক্ষমতাসীন দল নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে

তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতাসীন দল নির্বাচন বানচালের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে বগুড়ার বাঘোপাড়ায় এক পথসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কি-না তা আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন ফখরুল। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচনকে বানচাল করার জন্য তারা সব রকমের অপকর্ম করছে। তারা বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার, আক্রমণ করছে। তাদের বিভিন্নভাবে আহত করছে।

Development by: visionbd24.com