ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৫’শ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর বৃত্তি প্রদান

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯ | ১২:৪৩ অপরাহ্ণ | 247 বার

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৫’শ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর বৃত্তি প্রদান

সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে দেশের মূল ধারায় সম্পৃক্ত করতে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন এমন ৫’শ জনকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃত্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা তাদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারের সহযোগিতা কামনা করে। এসময় শিক্ষামন্ত্রীসহ বিদেশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিতি ছিলেন।

Development by: visionbd24.com