খাগড়াছড়িতে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের নারানখাইয়া এলাকায় জিনা ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকানে বসে গল্প করছিলেন কলেজছাত্র তুষার চাকমা ও তার বন্ধুরা।
এ সময় ৭ থেকে ৮ জনের একদল যুবক তাদের কাছে এসে তুষার চাকমাকে ডেকে নেয়। দোকানটির একটু পাশে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তুষার চাকমা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
Development by: visionbd24.com