যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদের ‘চুপ করো, খামোশ’ বলে হুমকি দেওয়ায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খামোশ বললেই জনগণ চুপ হবে না।’ গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্য, জঙ্গিবাদে জড়িত ব্যক্তিদের এবং হত্যা ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্তদের মনোনয়ন দেওয়ায় বিএনপির কঠোর সমালোচনা করে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘এই অপরাধীদের ভোট দেবেন না।’
সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকরা ড. কামালের কাছে জানতে চান, স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের সঙ্গে নির্বাচনের বিষয়ে ঐক্যফ্রন্টের সর্বশেষ অবস্থান কী? এ প্রশ্ন শুনেই তিনি খেপে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলতে থাকেন, ‘কত পয়সা পেয়েছ এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? তোমার নাম কী? জেনে রাখব তোমাকে। চিনে রাখব।’ তিনি হুংকার দিয়ে বলেন, ‘চুপ করো। চুপ করো। খামোশ।’ বিকেলে ওই আলোচনাসভায় ড. কামাল হোসেনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘খামোশ (চুপ) বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে মানুষের মুখ খামোশ হবে না। মানুষকে খামোশ রাখা যাবে না।’
জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামীসহ মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত অন্যদের স্বজনদের সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নেতাদের ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে, কামাল হোসেনরা এ লজ্জাটা কোথায় রাখবে? আমার এটাই প্রশ্ন। তারা লজ্জা পায়? নাকি পায় না?’ প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আজকে দেশের রাজনীতিটাকে অপরাধ জগতে নিয়ে গেছে। আজকে বাংলাদেশের দুর্ভাগ্য, একটি রাজনৈতিক দল যত রকমের অপরাধের সঙ্গে যুক্ত। কেউ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, কেউ বা মানবতাবিরোধী অপরাধ করেছে বা তাদের পরিবারের সদস্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি—তাদেরকে মনোনয়ন দিয়েছে।’ তিনি বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, যারা এ ধরনের মানবতাবিরোধী কাজ করেছে তাদের নির্বাচিত করে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে?’
Development by: visionbd24.com