খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ১:০৬ অপরাহ্ণ | 512 বার

খালেদার প্রার্থিতা নিয়ে হাইকোর্টের দ্বিধাবিভক্ত আদেশ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রিটের শুনানি হয় সোমবার। রিটের শুনানি শেষে আদেশের দিন ঠিক ছিল আজ মঙ্গলবার।

আজ খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্ট বিভক্ত রায় দিয়েছেন আদালত। রায়ে জেষ্ঠ্য বিচারপতি খালেদা জিয়ার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দ্বিধাবিভক্ত আদেশ দেন।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার করা পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন একটি বেঞ্চে শুনানি হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল প্রমুখ।

Development by: visionbd24.com