খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৪:৪০ অপরাহ্ণ | 469 বার

খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ ঢাকায় এবং ৯ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অমর একুশে গ্রন্থ মেলার কারণে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। রিজভী জানান, খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে বন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া, একই দাবিতে ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী (ঢাকা মহানগরী বাদে) প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

Development by: visionbd24.com