বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়— আদালতে লড়াই করা ছাড়া তার মুক্তি সম্ভব নয়-এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার সকালে রাজধানীর মালিবাগে কসমস সেন্টারে বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধিদের সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি গত ১০ বছরে কোনো আন্দোলন করতে পারেনি। তারা জনগণের আস্থা অর্জনও করতে পারেনি তাই আজ তাদের এ আবস্থা। এ সময় তথ্যমন্ত্রী দায়ীত্বশীল সাংবাদিকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ও কারো চরিত্রহরণ না করার কথা জানান তথ্যমন্ত্রী।
Development by: visionbd24.com