খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

শনিবার, ০৯ মার্চ ২০১৯ | ১১:২২ পূর্বাহ্ণ | 545 বার

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

খুলনার দৌলতপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত যুবক ডাকাত ও মাদক ব্যবসায়ী।

শুক্রবার বিকালে আটকের পর তাকে নিয়ে রাতে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে দৌলতপুর কৃষি কলেজ মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মিরাজের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ (২৭) ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

নগরীর সেনপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে মিরাজকে আটক করা হয়েছিল। দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে মিরাজ আটক হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনের মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

Development by: visionbd24.com