ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার যে সংসদ প্রতিষ্ঠা করেছে তা অবৈধ। বিএনপি নেত্রীকে মুক্ত করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। আইনের শাসন হরণ করার পাশাপাশি মানবাধিকার কেড়ে নিয়ে জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করার ফল ভাল হবে না উল্লেখ করে এর জবাবদিহি সরকারকে একদিন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।
Development by: visionbd24.com