নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে মামলা আর নালিশ ছাড়া বিএনপির কোনো পুঁজি নেই। তিনি জানান, যে গণশুনানির প্রধান বিচারপতি ড. কামাল হোসেন তা গণতামাশা।
আরেক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোনো ইস্যু না পেয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি মামলা করেছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে ব্যর্থ হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি এখন মামলার আশ্রয় নিয়েছে— তা মোকাবেলা করা হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে গণশুনানির নামে গণতামাশা করবে ঐক্যফ্রন্ট তথা বিএনপি। এর আগে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন একাদশ সংসদ নির্বাচনকে ইস্যু করতে চাইছে।
Development by: visionbd24.com