পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যারা ইতিহাস বিকৃত করেছে তাদের কারণেই গণহত্যার বিশ্বব্যাপী তথা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বিলম্ব হচ্ছে—বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ বলেন। হানিফ বলেন, পঁচাত্তর পরবর্তী যারা ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করেছে। তারা এ দায় এড়াতে পারে না। ওই সময় তারা গণহত্যার বিচার কাজকে বাধা দিয়েছে। সে কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এত বিলম্ব হচ্ছে।
তিনি আরো বলেন, এ স্বীকৃতি এখন সময়ের দাবি। সরকার এ স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদও গণহত্যার স্বীকৃতি নিয়ে কথা বলেন।
Development by: visionbd24.com