‘গণহত্যার বিশ্ব স্বীকৃতির বিলম্বে দায়ী ইতিহাস বিকৃতকারীরা’

মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ | ৩:২১ অপরাহ্ণ | 226 বার

‘গণহত্যার বিশ্ব স্বীকৃতির বিলম্বে দায়ী ইতিহাস বিকৃতকারীরা’

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যারা ইতিহাস বিকৃত করেছে তাদের কারণেই গণহত্যার বিশ্বব্যাপী তথা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বিলম্ব হচ্ছে—বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ বলেন। হানিফ বলেন, পঁচাত্তর পরবর্তী যারা ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করেছে। তারা এ দায় এড়াতে পারে না। ওই সময় তারা গণহত্যার বিচার কাজকে বাধা দিয়েছে। সে কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে এত বিলম্ব হচ্ছে।

তিনি আরো বলেন, এ স্বীকৃতি এখন সময়ের দাবি। সরকার এ স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদও গণহত্যার স্বীকৃতি নিয়ে কথা বলেন।

Development by: visionbd24.com