গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:১৮ পূর্বাহ্ণ | 495 বার

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবণবোঝাই ট্রাকচাপায় অন্য এক পিকআপ ট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই সোহরাব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানাতে পারেননি।

জানা গেছে, চট্রগ্রাম থেকে আসা রংপুরগামী লবণবোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা টমেটোবোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক ও সহকারী পলাতক আছে।

Development by: visionbd24.com