গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। পুলিশ জানায়, শনিবার (০২ জানুয়ারি) রাতে কালীগঞ্জের নাউটানা এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
Development by: visionbd24.com