গাজীপুরে বিএনপির প্রার্থী মিলন গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ৮:৩৬ অপরাহ্ণ | 533 বার

গাজীপুরে বিএনপির প্রার্থী মিলন গ্রেপ্তার

নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা জানিয়ে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিএনপি নেতার সমর্থকরা এগুলোকে রাজনৈতিক মামলা উল্লেখ করে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয়রা জানান, মিলন দীর্ঘদিন ধরেই এলাকায় ছিলেন না। গত সোমবার ভোটের প্রচার শুরু হলেও তিনি এতদিন এলাকায় ছিলেন না। গতকালই প্রথম যান নিজ বাড়িতে। শুরু করেন প্রচারের প্রস্তুতি। কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোয়েন্দারা। নিয়ে যান মিলনকে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ১৫টি মামলা রয়েছে। এসব মামলার ১৩টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে বিএনপির নেতাকর্মীদের দাবি, মিলনকে এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ। বাসায় না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেতে পারেনি। গ্রেপ্তার আতঙ্কে তিনি এতদিন এলাকায় আসেননি।

Development by: visionbd24.com