গোপালগঞ্জে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ | ১১:০১ পূর্বাহ্ণ | 572 বার

গোপালগঞ্জে ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার (লালু) ছেলে। যে স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

কাশিয়ানী থানার অফিসার ইন-চার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দেয়। এরপর ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Development by: visionbd24.com