গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ | ৯:২৪ পূর্বাহ্ণ | 565 বার

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী মোহাম্মদ বিলু শরীফ মারা গেছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী শরীফ। পথে সদর উপজেলার মেরী গোপীনাথপুরে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

Development by: visionbd24.com