গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর অবাঞ্চিত

শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮ | ৬:৩৯ পূর্বাহ্ণ | 571 বার

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর অবাঞ্চিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমকে চূড়ান্ত মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার স্থানীয় নেতাকর্মীরা অপর প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীরকে অবাঞ্চিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

সন্ধ্যায় কেন্দ্র থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী হিসাবে এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে সেলিমুজ্জামান সেলিমকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ করেন মুকসুদপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা।

পরে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুলু, যুবদল সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান পিন্টু, ছাত্রদল সভাপতি কায়ুম মুন্সী বক্তব্য রাখেন।

এসময় বক্তারা সেলিমুজ্জামান সেলিমকে প্রার্থী করার দাবি জানিয়ে বিএনপি প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীরকে অবাঞ্চিত ঘোষণা করেন। পরে এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

Development by: visionbd24.com