গ্যাটকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

সোমবার, ১৮ মার্চ ২০১৯ | ৩:৪১ অপরাহ্ণ | 224 বার

গ্যাটকো দুর্নীতি : অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ এপ্রিল ধার্য করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) বিশেষ জজ আদালত তিন এর বিচারক সৈয়দ দিলজার আহমেদ এ দিন ধার্য করেন। এদিন বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছেন, তিনি অসুস্থ।

রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকোকে পাইয়ে দিতে রাষ্ট্রের প্রায় ১৫ কোটি টাকা অনিয়মের অভিযোগে ২০০৭ সালে বেগম জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। পরের বছর ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়। এতে অভিযুক্ত আরাফাত রহমান কোকোসহ ৬ আসামি ইতোমধ্যে মারা গেছেন। বেগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ মামলার সকল আসামির উপস্থিত থাকার কথা থাকলেও বেগম জিয়া অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় আইনগত কারণে আপাতত এ মামলার অগ্রগতির সুযোগ নেই।

Development by: visionbd24.com