গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে : কাদের

সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:১৩ অপরাহ্ণ | 481 বার

গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে : কাদের

উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, এক হাজার ৫১৮ জন মনোনয়ন প্রত্যাশী উপজেলা নির্বাচনে আবেদন করেছেন। আজ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে।
আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রচুর যাচাই বাছাই করে মনোনয়ন দেয়া হবে। দলের দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা অগ্রাধিকার পাবেন।

২০১৪ সালে ৬ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হলেও এবার অনুষ্ঠিত হবে ৫ ধাপে। প্রথম ধাপে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোট হবে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

Development by: visionbd24.com