চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:১৩ পূর্বাহ্ণ | 553 বার

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

পুরান ঢাকার চকবাজারে গত রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার সকালে এক শোক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের আশু সুস্থতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান। বুধবার রাত ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীর চকবাজার এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে।

Development by: visionbd24.com