পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর পর ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে। আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডে জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) গণমাধ্যমকে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগের মৃত্যু হয়। এরপর শুক্রবার ভোরে রেজাউলের মৃত্যু হয়।
Development by: visionbd24.com