ঢাকার চকবাজার এলাকায় আজ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম অহেদুল ইসলাম (২৪) বলে জানা গেছে। চকবাজারের কামালবাগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে।
এ দুর্ঘটনার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন অহিদুল। বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান ট্রান্সফরমার বিস্ফোরণ হলে আগুনে অহিদুলের শরীর ঝলসে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চকবাজারের কামালবাগে একটি রাবার কারখানায় চাকরি করতেন অহিদুল।
এনপিবি/এস
Development by: visionbd24.com