চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাড়ছে মৃত্যুর মিছিল,৭৮ জনের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:১০ পূর্বাহ্ণ | 664 বার

বাড়ছে মৃত্যুর মিছিল,৭৮ জনের মরদেহ উদ্ধার

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৬ জন পুরুষ ৫ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। বুধবার রাতে চকবাজারের একটি ভবন আগুন লাগলে সেটা দ্রুত আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরান ঢাকার চক বাজার। প্লাস্টিক, কসমেটিকস, কেমিক্যাল, চুড়ি, মুদি, মনিহারি সামগ্রীসহ নানা পণ্যের পাইকারি বাজার। ছোট সরু গলির প্রতিটি ভবন জুড়েই ব্যবসায় প্রতিষ্ঠান।

গতকাল রাত সাড়ে ১০টায় বিকট শব্দে কেপে উঠে চকবাজার। একটি ভবনে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের ভবনে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ভবনগুলোর সামনে রাস্তায় অবস্থানরত প্রাইভেটকার, পিকআপও আগুনে পুড়ে কয়লা। আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবনগুলোতে কেমিক্যালের প্রতিষ্ঠান থাকায় আগুন জ্বলতে থাকে ক্ষণে ক্ষণে।

দগ্ধ ও আহতের দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, তারা যথাসাধ্য চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। পুরো রাত ঘটনা তদারকি করেন তিনি। ভোরের দিকে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল মর্গে।

মর্গে স্বজনদের মরদেহ খুঁজতে যান পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা। এদিকে র্যা ব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সারা রাত পুরো এলাকায় নিরাপত্তা জোরদারে ছিলেন। উর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে যান ঘটনাস্থলে। এই ঘটনার যথাযথ তদন্ত করার আশ্বাস দেন তারা। চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় সকালে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।

Development by: visionbd24.com