চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৯:৩০ পূর্বাহ্ণ | 430 বার

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসলাম হোসেন ওরফে ইমন ওরফে আলমাছ (৩০) নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। আজ ভোররাতে নগরের কোতোয়ালী থানাধীন নন্দনকানন বোস ব্রাদার্স মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আসলাম হোসেন ওরফে ইমন ওরফে আলমাছের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বোস ব্রাদার্স মোড়ে ছিনতাইকারীরা অবস্থান করার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করে। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আসলাম হোসেন ওরফে ইমন ওরফে আলমাছকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

Development by: visionbd24.com