চলে গেলেন প্রখ্যাত নির্মাতা মৃণাল সেন

রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ | ৫:০৯ অপরাহ্ণ | 548 বার

প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন আর নেই। রোববার কলকাতার ভবানীপুরে নিজ বাড়িতে সকাল ১০টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটি স্বর্ণ যুগের অবসান হলো বলে মনে করছেন চলচ্চিত্রজনেরা। জান যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

বাংলাদেশের ফরিদপুর জেলায় ১৯২৩ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন তিনি। সেখানে কাটে তার শৈশব ও কৈশোর। কলকাতায় ১৯৪৩ সালে কলকাতায় চলে আসেন তিনি। ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

‘রাতভোর’ ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র জগতে ১৯৫৫ সালে যাত্রা শুরু মৃণাল সেনের। বাংলা ছাড়াও হিন্দি, উড়িষ্যা ও তেলেগু ভাষায় ছবি নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাইশে শ্রাবণ’, ‘নীল আকাশের নীচে’, ‘মৃগয়া’, ‘আকালের সন্ধানে’, ‘ভুবন সোম’, ‘কলকাতা-৭১’, ‘খারিজ’, ‘পদাতিক’, ‘আকাশ কুসুম’ প্রভৃতি।

Development by: visionbd24.com