চাঁদপুরে এক বাড়ি থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত চারজন একই পরিবারের সদস্য বলে জানা যায়।এদের মধ্যে দুটি শিশু রয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দেবপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দীন (২৬), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৪), তাঁর দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)। এ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দন জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
Development by: visionbd24.com