‘চাপে নয়, শান্তির বার্তা দিতেই অভিনন্দনকে মুক্তি’

সোমবার, ০৪ মার্চ ২০১৯ | ১২:৪৬ অপরাহ্ণ | 709 বার

‘চাপে নয়, শান্তির বার্তা দিতেই অভিনন্দনকে মুক্তি’

ভারতে বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তান থেকে ফেরার পর থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। তবে শনিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি জানিয়েছেন, আন্তর্জাতিক কোন মহলের চাপ নয় বরং শান্তির বার্তা দিতেই ছেড়ে দেয়া হয়েছে ভারতীয় পাইলট অভিনন্দনকে।

এ সময় কুরেশি বলেন, অভিনন্দনকে আমরা কোন চাপের মুখে ছেড়ে দেইনি। আমরা ভারতের দুঃখ বাড়াতে চাইনি। আমরা শান্তি চাই। তিনি আরও বলেন, ভারত যদি পুলওয়ামা হামলায় জইশ-ই-মুহাম্মদের জড়িত থাকার প্রমাণ আমাদের দেয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোন ব্যবস্থা নিতে প্রস্তুত।

Development by: visionbd24.com